Recents in Beach

কোন কিছু জন্য কি জীবন থেমে থাকে?

আমার তো কোন দিন থেমে থাকে নি। খুব খারাপ দিন গুলোও তো কেঁটেই যায়। এই পৃথিবীতে সব চেয়ে বেশি কষ্টের কাছের কোন মানুষের মৃত্যু। সেই সময়ও তো জীবন থেমে থাকে না। সে তার নিজের মতই তো চলে যায়।

বিচ্ছেদ সব সময় বেদনার। সেটা মৃত্যু হউক বা দূরে যাওয়া হউক। প্রত্যেকটা মানুষের কিছু বেসিক নিড এবং ইমোশন থাকে। এটা আমাদের চাওয়া নয় এটা আমাদের প্রয়োজন। কিন্তু আমরা আমাদের প্রয়োজন টা কে বুঝতে না পেরে চাওয়ায় পরিনত করি আর সমস্যা টা তখনই হয়।
মানুষ কষ্ট পেলে কাঁদবে,মন খারাপ করবে, মানুষ আনন্দ পেলে হাসবে এগুলো তো খুবই বেসিক হিউম্যান ন্যাচার। কিন্তু আমরা সব সময় আমাদের বেসিক ন্যাচার গুলোর বিরুদ্ধে কাজ করতে চেষ্টা করি আর সমস্যা গুলো তখনই হয়। যেটা যেমন, সেটা তেমন ভাবে মেনে নিলেই আর কোন সমস্যা থাকে না।
মানুষ এর ক্ষেত্রেও ঠিক তেমন। আমরা নিজেদের কে কখনও বদলাতে চাই না। সব সময় সামনের মানুষটাকে বদলাতে চাই। আর তখনই শুরু হয় সংঘর্ষ। এরপর কে এই দ্বন্দ্বে জিতবে তাঁর লড়াইয়ে বাকিটা জীবন কেটে যায়। জীবন তো কেটে যাবেই তাহলে শুধু শুধু জীবনে ঝামেলা গুলো নিজে থেকে বাড়ানোর কি আছে।তার চেয়ে একটু সময় যেটা যেমন সেটা তেমন ভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে গেলেই তো হয়।
আমরা একটা মানুষ কতটা সাকসেসফুল, কতটা সামাজিক মর্যাদা আছে, কতটা টাকা আছে সে সব কিছু দিয়ে বিচার করি। আসলেই কি আমরা এসব দিয়ে মানুষকে বিচার করার যোগ্যতা রাখি। মানুষ সৃষ্টির সেরা জীব এটা শুধু আমরা জানি কিন্তু কতটুকু মানি সেটাই আসলে ভাববার সময় এসে গেছে।
আমি বলছি না যে টাকা পয়সা বা সাকসেস এর প্রয়োজন নেই। কিন্তু এই টাকা পয়সা ও সাকসেস যদি একজন অসহায় এর পাশে দাঁড়াতে বাঁধার সৃষ্টি হয় তাহলে সেই সাকসেস আর টাকা পয়সা দিয়ে কি হবে।আমি নিজের জীবন থেকে একটা জিনিস শিখেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি কোটি টাকা এর কোন প্রয়োজন নেই। অনেক সময় শুধুমাত্র নিজের উপস্থিতি টাই সেই কাজ করে দেয়।
জীবন আসলে কেটে যায় সেটা যাই হউক না কেন। কিন্তু এই শুধু জীবন কেটে যাবে এটা না ভেবে জীবনটাকে একটু রং দিয়ে সাজিয়ে নিয়ে কাটিয়ে দিলে ভালো হয় না। যাতে মৃত্যুর আগে এটা না মনে হয় যে, দুনিয়াতে এসে শুধু ম্যারাথন দৌড়ই দৌঁড়াইলাম। এই দৌঁড়েই মাঝেই যে টুকু রেস্ট নেই সেটাই না হয় কাজে লাগিয়ে জীবন কে রঙ্গিন করি।
ধন্যবাদ




Post a Comment

0 Comments