প্রেমে পরা বারণ, কারনে অকারণ...
আমরা কারনে অকারণে প্রেমে পরি আর স্যাকা খেয়ে ব্যকা হয়ে বিরহের গান শুনি।
ভালোবাসা কি সত্যি এত ঠুনকো?
আমার তো তা মনে হয় না।
যে স্যাকা খেয়েছে তার কাছে ভালোবাসা মানে কষ্ট। যে ভালোবাসার মানুষকে পেয়েছে এবং ভালো আছে তার কাছে ভালোবাসা মানে সুখ, সমৃদ্ধি ও তৃপ্তি। আর যে এখনও ভালোবাসা পায় নি তার কাছে আরাধ্য এক স্বৈর্গিক সুখের আশায় বিভোর হয়ে কাটানো দিবানিশি।
ভালোবাসা গভীরতা আমার কাছে অনেক বেশি। ভালোবেসে কেউকে চাওয়া এটা কোন অপরাধ নয়।কারণ এটা আমার শুধুমাত্র চাওয়া নয় এটা একটা বেসিক নিড। আর তাই তো আল্লাহ আদমের জন্য হাওয়াকে তৈরি করেছিলেন।
আমরা প্রত্যেকটা মানুষ চাই যে এমন একটা মানুষ পাশে থাক যাকে ভরসা করা যায়। যাকে মনের কথা নির্দ্বিধায় বলা যায়। সবাই ছেড়ে চলে গেলেও সেই মানুষটা যেন পাশে থাকে। সম্মান,ভালোবাসা আর যত্নে যেন মাথায় করে রাখে।
ভালোবেসে একটা মানুষ এগুলোই তো চায়। আর এতে দোষের কিছু নেই কারণ একটা মানুষকে এরকম স্বাভাবিক কিছু ন্যাচার দিয়েই তো সৃষ্টি করা হয়েছে। আর আমরা কেউ তার উর্ধ্বে নই।আমরা চাইলেও আমাদের এই সব বেসিক নীডকে অস্বীকার করতে পারবো না।
ভালোবাসা সুন্দর কিন্তু আমরা যখন এখানে নিজেদের অবাস্তব কিছু চাওয়া পাওয়া পরিপূর্ণ করতে চাই তখনই সংঘর্ষ শুরু হয়।কারণ ভালোবাসায় তো কিছু চাইতে হয় না। অপর পাশের মানুষটা আপনাকে দেখে এবং নিজে একটা সম্পর্ক থেকে কি চায়,সেটা বুঝতে পারলে অপর পাশের মানুষটাকে তো এমনি বুঝতে পারা যায়। আর তখন তার চাওয়া পাওয়া পূরণ করার জন্য রকেট সাইন্টিস্ট হতে হয় না।
ভালোবাসা কখনও সময়ের সাথে পরিবর্তন হয় না। আর যদি হয় তাহলে সেটা ভালোবাসা ছিল না। শুধুমাত্র ছিল একটা সম্পর্ক। ভালোবাসায় চাওয়া পাওয়া হিসাব করে কিছু হয় না। আপনি কোন ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলেন নাই যে কত দিলেন আর কত পেলেন সেই হিসাব করেই কাটিয়ে দিবেন।
ভালোবাসা সুন্দর আর তাই যাকে সত্যিকার অর্থে ভালোবাসা যায় তার কখনও খারাপ চাওয়া যায় না। সে দূরে গেলেও তাকে ভালোবাসা যায়। তার ভালো থাকা দেখে বুক ভরে নিশ্বাস নেওয়া যায়। ভালোবাসা মহৎ হতে শেখায়। যদি ভালোবেসে কেউকে অভিশাপ দেওয়া যায় এবং ভালোবাসার মানুষটির খারাপ চাওয়া যায়। তাহলে বুঝতে হবে সেটা কোন দিন ভালোবাসা ছিলই না।
ভালোবাসা নিয়ে বললে একটা পুরো জীবন বলে যাওয়া যাবে। কারণ এটা এমন কোন বিষয় নয় যে দুই লাইন লিখে এর তাৎপর্য বুঝা যাবে। ভালোবাসা সর্ব অবস্থায় সুন্দর। সত্যি কার ভালোবাসায় স্যাকা বলতে কিছু নেই। স্যাকা খাওয়া সম্পর্কের মধ্যে আছে। তাই প্লিজ স্যাকা খেয়ে ব্যাকা হয়ে ভালোবাসা এর মত পবিত্র একটা জিনিসকে গালি দিয়েন না।
ভালোবাসার নাম করে এখন যা হচ্ছে তা আদোও ভালোবাসা কি না সেটা একটু ভেবে দেখে ভালোবাসা কে গালি দিয়েন। ভালোবাসা সব কিছুর উর্ধ্বে উঠে সকল কিছু এক করে দেয়। এখানে আলাদা হওয়ার আর কোন কারন থাকে না।মানুষ দুটো হলেও আত্মা এক হয়ে যায়।
অনেক গবেষণা হলো আজকে ভালোবাসা নিয়ে। আজকে আর গবেষণা করা যাবে না।
0 Comments