আকাশ যারা করলো জয় বইটি অসাধারণ একটি বই।বইটা পড়ে অনেক কিছু শিখতে পারছি। আমাদের নতুন কিছু করতে কখনও ভয় পাওয়া উচিৎ নয়। নতুন কিছু করতে গেল বাঁধা আসবে এটাই স্বাভাবিক। আর সেই বাঁধা কাটিয়েই সামনে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে।
উইলবার রাইট এবং অরভাইল রাইট এর আকাশ জয়ের অসাধারণ একটি গল্প। আমরা ছেলে মেয়েরা যখন নতুন কিছু করতে যায় তখন উৎসাহ তো দূরের কথা তাদেরকে সেই কাজ করতে বাঁধা দেই।কিন্তু উইলবার আর অরভ এর মা সুসান রাইট যেন একটু ব্যতিক্রমই ছিলেন। তিনি ছেলেদেরকে এই সব কাজে সব সময় উৎসাহ দিতেন। আর তাই হয়তো তারা এরোপ্লেন তৈরি করতে পেরেছে।
একটা ১১ বছরের আর ৭ বছরের বাচ্চা কতটা কৌতূহলী হয় সেটা এই বইটা পড়ে বুঝতে পারছি। ঘুড়ি তৈরি করা থেকে শুরু করে বিমান তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা ঘটনা ছিল শেখার মতো। কোন কিছু একদিনে তৈরি হয় এটা বার বার বুঝতে পেরেছি। বড় কিছু পেতে হলে বড় কিছু স্যাকরিফাইসও করতে হয়। আর এই বই টা পড়ে এটাও বুঝতে পারছি আমাদের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। কারণ তাদের চিন্তাকে আরও বেশি বিকশিত করেছে তাদের এই অভ্যাসটা।
তাদের ইচ্ছা শক্তি আর লেগে থাকার মত অসম্ভব ভালো কিছু গুণ ছিল। তারা যতক্ষণ পর্যন্ত সফল হয় নি ততক্ষণ পর্যন্ত লেগে ছিল।আর সব সময় চেষ্টা করেছে কি ভাবে তাদের আবিষ্কারকে আরও উন্নত করতে হয়।অনেক বাঁধা এসেছে কিন্তু কখনও তারা হাল ছেড়ে দেয় নি।অনেক লোক অনেক কথা বলেছেন তাদের স্বপ্ন নিয়ে। অনেকে তাদের নিয়ে উপহাসও করেছে। কিন্তু তাঁরা এসবে কান না দিয়ে নিজের কাজে কনসেন্ট্রেশন দিয়েছে সব সময়।আর তাদের আকাশে উড়ার স্বপ্ন ছিল দৃঢ়। এবং সেটা পূরনের জন্য তাঁরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। আর তাই তাঁরা অবশেষে তাদের স্বপ্ন পূরন করেছেন।আর আমরা পেয়েছি আজকের এরোপ্লেন।
গল্পটা পড়ে অনেক অনুপ্রেরণা পেয়েছি। স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে হবে। আর যতক্ষণ সফলতা আসবে না ততক্ষণ লেগে থাকতে হবে। লেগে থাকতে পারলে সফলতা আজ না হোক কাল এসেই যাবে।
ধন্যবাদ
0 Comments