আমাদের সকলের একটা ভালো লাগার জায়গা থাকে। আর আমার ভালো লাগার জায়গা এখন আমার এই বই গুলো।বই পড়তে সব সময় আমি খুব পছন্দ করি। কিন্তু ইদানীং এটা আরও বেশি বেড়ে গেছে।
আগে আমি বই পড়তাম বড় ভাই বোনদের কাছ থেকে নিয়ে এসে এসে।তখন বই খুব একটা কিনতাম না।তারপর মনে হলো নিজের একটা লাইব্রেরি হলে বেশ হবে।খুব সুন্দর বই পড়ে সময় পার করা যাবে।জীবনে অনেক জটিলতায় তখন এই স্বপ্ন পুরন হয় নি।আর নিজের যথেষ্ট টাকাও নাই যে এক বারে অনেক বই নিয়ে এসে লাইব্রেরি করবো।
তাই দীর্ঘ ৮ মাস ধরে একটা দুটো করে বই কেনা শুরু করলাম।এখন অন্তত বেশ কিছু বই আছে আমার কাছে।এই মাসে কিছু ইংরেজি বই ও কিনেছি। আমার যেহেতু বই পড়তে অনেক ভালো লাগে তাই আমার সংগ্রহে আমার পছন্দের বই গুলো থাকা উচিত। এই চিন্তা থেকেই বই কেনার আগ্রহ হয়।আর এখন নিজের এই ইচ্ছে পুরনে একটু একটু করে এগিয়ে যাচ্ছি।
আসলে এই ৮ মাসে আমাকে ড্রেস কেনার টাকা দিলেও আমি ড্রেস না কিনে,গিয়ে বই কিনে নিয়ে আসছি।কারণ আমি বাইরে একদমই যাই না তাই ড্রেস যা আছে টুকটাক বাইরে যাওয়ার জন্য যথেষ্ট।যেহেতু আমার সময় এখানেই বেশি কাটে তাই নিজের বই এর সংখ্যা বৃদ্ধি ও সেগুলো পড়তেই বেশি ভালো লাগে।
আমার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এভাবেই তাদের স্বপ্ন গুলো পূরণ করে। আর এটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা ও সাহস দেয়৷ কারণ আমরা সকল প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্ন ও সামনে এগিয়ে কি ভাবে যেতে হয় সেটা জানি। তবে এটা ভেবে সব সময় খুব তৃপ্তি পায় যে গুটি গুটি পায়ে হলেও নিজের স্বপ্ন পুরনের দিকে হেঁটে যাচ্ছি। হয়তো অনেক বই হতে আরও অনেক সময় লাগবে কিন্তু এটা ভেবেই ভালো লাগে যে, আমি বই কেনা শুরু করেছি নিজের লাইব্রেরি এর জন্য।
আসলে আমি প্রত্যেক মাসে নিজেকে একটা টার্গেট দিয়েছি।আর যখন সেটা পুরন করতে পারি তখন নিজেকে বই কিনে দেই।মানুষ তো নিজের ভালো লাগার জন্য কত কিছুই না করে। আর আমি আমার ভালো লাগার জন্য বই কিনি।বই কিনলে আমরা অনেকে মনে করি এটা আমাদের জন্য লস।কিন্তু আমার মনে হয় এটাই জীবনের শ্রেষ্ট এসেট।
আগে পিডিএফ ডাউনলোড করে বই পড়তাম।কিন্তু নেরে চেরে বই পড়ার মজাই আলাদা। আর তাই আমার এই বই কেনা।তবে খুব কাছের মানুষ গুলো এখন বুঝে গেছে যে আমি কিসে খুশি হই।তাই তারাও এখন অন্য কিছু গিফট না করে বই গিফট করে।এটা আমার খুব ভালো লাগে।এটা আমার সব চেয়ে ভালো লাগার জয়গা।এবং আমার সময় গুলো বেশ ভালো কাটে এখানে।কারন আশেপাশের মানুষের জন্য এত ভেজালের সম্মুখীন হয়েছি যে এখন এটাই ভরসার আর আস্থার জায়গা।
বই নিজের চিন্তা ভাবনা গুলোকে অনেক প্রসারিত করে আর সকল প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। বই পড়ে আমি সব সময় অনেক আনন্দ পাই। আর আমি মনে করি রিডিং হ্যাবিট টা সব সময় কাজে লাগে সেটা জব হউক বা বিজনেস হউক বা পড়াশোনা হউক। তাই যার যা পড়তে ভালো লাগে সেই বিষয়ে দিনে এক পেইজ হলেও পড়া উচিত।
ধন্যবাদ
0 Comments