Recents in Beach

লিটল্ হাউস ইন দ্য বিগ উডস লরা ইঙ্গলস্ ওয়াইল্ডার

প্রায় সোয়া-শো বছর পূর্বে আমেরিকার উইসকনসিন অঞ্চলে বিগ উডস নামে এম মস্ত গহীন জঙ্গলে গাছের
গুড়ি দিয়ে তৈরি ছোট্ট একটা বাড়িতে বাস করতো ছোট্ট মেয়ে লরা।
চারিদিকে বড় বড় গাছ দিয়ে ভরা।বাড়ির আশেপাশে নেই কেন বাড়িঘর, নেই কোন মানুষজন।এছাড়াও জঙ্গলে বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার তো আছে। এমন পরিবেশেই বেড়ে উঠেছে ছোট্ট লরা।সেই বাড়িতে বাবা মা, বড় বোন মেরি, ছোট বোন ক্যারি, একটা বিড়াল ব্ল্যাক সুসান আর একটা বুলডগ জ্যাক এই নিয়েই লরাদের সংসার।
শীতকালে তেমন কোন শিকার বা শস্য দানা উৎপাদন করা যায় না। আর তাই গরমের সময় তাদের শীতের সহ খাদ্য মজুত করতে হয়।লরা তার বাবা এর খুব অনুগত।বাবা বাইরে থেকে আসলে সে বিভিন্ন গল্প শোনে দুই বোন মিলে।এছাড়াও বাবার সুরেলা কন্ঠের গানও লরার খুব পছন্দ।
প্রতি মুহুর্তে তাদের এখানে বণ্য প্রাণীদের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়।একটু ভুল চুক হলেই মারা পড়তে হবে।এত প্রতিকুলতার মধ্যে তবুও তারা অনেক সুখি একটা পরিবার।তাদের আনন্দের শেষ নেই।
লরার বাবা সারা বছর যে শিকার করে তার চামরা গুলো যত্ন করে রেখে দেয়।সে গুলো শহরে বিক্রি করে যে দাম পায় তাতে করে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে।লরার এর মধ্যে ৬ বছর পূর্ণ হলো।কিন্তু লরা আর মেরি কখনও শহরে যায় নি।তাই তাদের বাবা একদিন সকলকে নিয়ে শহরে গেল।শহরে এত মানুষ আর বাড়ি দেখে লরা রীতিমতো অবাক হলো।কারন এর আগে লারা এত বাড়ি ঘর একসাথে দেখে নি।তারপর তারা রাতের মধ্যে আবার নিজ বাড়িতে ফিরে এলো।
তার এক আঙ্কেলও থাকেন এই জঙ্গলে। যে সব সময় বসল কাটটে সাহায্য করে লরার বাবা কে এবং লরা এর বাবাও তাকে সাহায্য করে। এই ভাবেই তারা জঙ্গলের মধ্যে ভালোই দিন অতিবাহিত করতেছিল।দুই মেয়েকে গল্প শোনানো শিকার করা, নিজেরাই শস্য দানা উৎপাদন করা সব কিছু মিলেই ভালো দিন অতিবাহিত করতো তারা।
এক রাতে বাবা শিকার করতে গিয়ে কোন শিকার পেল না। লরা খুব অবাক হলো।কারন লরার বাবা কখনও শিকার করতে গিয়ে খালি হাতে ফেরেন না।তখন লরার বাবা দুই মেয়ে গল্প শোনালেন কেন শিকার করতে পারেন নি।তখন লরা বললো ভালোই করেছো বাবা শিকার করো নি।রুটি মাখনই খেতে ভালো।তার পর লরার বাবা বেহালায় সুর বাঁধলো। দুই বোন এক সময় ঘুমিয়ে পড়লো।
এটা কিন্তু সিরিজ বই।তাই পড়তে ভালোই লাগছে। একটা করে শেষ করছি আর ভাবছি এর পরে কি হবে।লরারা কি এভাবেই জঙ্গলে দিন অতিবাহিত করবে নাকি তারাও লোকালয়ে আসবে।তাই অধিক আগ্রহ নিয়ে নেক্সট পার্ট পরার আগ্রহ নিয়ে আছি।প্রতিকূল পরিবেশেও যদি আমরা কোন প্রকার অভিযোগ না করে সেই পরিস্থিতি কে ভালোবাসি তাহলে সেখানেও সুখে থাকা যায়। গল্পটা পড়ে আমার বারবার তাই মনে হচ্ছিল।
ধন্যবাদ

Post a Comment

0 Comments